ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে। ১ম তিনটির যোগফল ২৭ হলে শেষ ৩ টি যোগফল কত?
Solution
Correct Answer: Option A
ধরি ,সংখ্যা ছয়টি x, x+১, x+২, x+৩, x+৪ , x+৫
∴ x+x+১+x+২=২৭
বা , ৩x=২৭-৩
∴x =৮
সুতরাং শেষ তিনটি সংখ্যার যোগফল x+৩+ x+৪ ,+x+৫
= ৩x
= ২৭-৩
=৩৬