“ইসলামের ইতিহাস ও ঐতিহ্য” কোন কাব্যের উপজীব্য?
A দিলরুবা-আব্দুল কাদির
B সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ
C নুরনামা-আব্দুল হাকিম
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
ইসলামি রেনেসাঁর কবি ফররুখ আহমদ রচিত কাব্য সাত সাগরের মাঝি (১৯৪৪) ।
তার রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হলঃ
- সিরাজাম মুনীরা (১৯৫২) ,
- নৌফেল ও হাতেম (১৯৬১) ,
- মুহূর্তের কবিতা (সনেট ১৯৬৩) ,
- পাখির বাসা (১৯৬৬) ইত্যাদি ।