পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
A পৃথিবীর সাথে আমাদের ঘূর্ণনের জন্য
B আমরা স্থির থাকার জন্য
C বাতাসের উপস্থিতির জন্য
D মধ্যাকর্ষণ বলের জন্য
Solution
Correct Answer: Option D
পৃথিবী যে বলে সবকিছুকেই তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বা মধ্যাকর্ষণ বল বলে। এটি বস্তুর উপর কেন্দ্রমুখী বল। এই বলের কারণে আমরা পৃথিবীর ঘূর্ণনের পরেও ছিটকে পড়ি না।