“তিনি ব্যাকরণে পন্ডিত” -বাক্যে “ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option A
- কোনো বিশেষ গুণে কারও দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়।
- যেমনঃ রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো।
- একইভাবে, তিনি ব্যাকরণে পণ্ডিত। এবং, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি । অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি যুক্ত হয়।
সুতরাং, 'ব্যাকরণে' শব্দটি অধিকরণে সপ্তমী৷