রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
A রোগ প্রতিরোধ করা
B রক্তে জমাট বাঁধতে সাহায্য করা
C অক্সিজেনের পরিবহন করা
D উল্লেখিত সবকটিই
Solution
Correct Answer: Option C
হিমোগ্লোবিন এক ধরনের লৌহঘটিত প্রোটিন জাতীয় পদার্থ, যার উপস্থিতিতে রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে।