“সাক্ষী গোপাল” এর অর্থ কী?

A নিষ্ক্রিয় দর্শক

B কর্তব্যবিমুখ

C সক্রিয় দর্শক

D কর্তব্যপরায়ণ

Solution

Correct Answer: Option A

সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক । বক্তব্য বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করার জন্য ভাষায় ব্যবহৃত বিশের অর্থবহ শব্দগুচ্ছকে বাগধারা বলে ।বাগধারার উদ্দেশ্য এক বা একাধিক শব্দের মিলনে কোন লক্ষ্যার্থ প্রকাশ।
গুরুত্তপুর্ণ বাগধারা যা পরীক্ষায় সবসময় আসেঃ
অষ্টরম্ভা – কাঁচকলা, ফাঁকি, কিছুই না। 
অক্ষয় বট – প্রাচীন ব্যক্তি। 
অকাল কুষ্মাণ্ড – অপদার্থ। 
অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা। 
অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে। 
অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ 
অলক্ষ্মীর দশা -দারিদ্র্য 
অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না 
অগ্নিগর্ভ -বলিষ্ঠ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions