Solution
Correct Answer: Option C
-সবুজপত্র একটি সাময়িক পত্রিকা ।
-এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। সম্পাদক -প্রমথ চৌধুরী ।
-বাংলা চলিত রীতির প্রবর্তনে এ সাময়িকপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ ।
-তৎকালীন কবি সাহিত্যিকরা সবুজপত্রে চলিত রীতিতে লেখেন ,এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মত বিখ্যাত কবিও চকিত রীতিতে লিখতে সম্মত হন ।