Solution
Correct Answer: Option D
দেওয়া আছে, x = 10
A) x - 2
= 10 - 2
= 8
B) x / 2
= 10 / 2
= 5
C) x + 2
= 10 + 2
= 12
D) 2 - x
= 2 - 10
= -8
এখন, প্রাপ্ত মানগুলো হলো: 8, 5, 12 এবং -8।
এই সংখ্যাগুলোর মধ্যে -8 হলো সর্বনিম্ন বা সবচেয়ে ছোট মান।
সুতরাং, 2 - x রাশিটির মান সর্বনিম্ন।