উচ্চারণস্থান অনুযায়ী ‘ঠ, ড, ঢ, ড়’ কোন প্রকৃতির ব্যঞ্জনধ্বনি?

A দন্ত্য ব্যঞ্জন

B মূর্ধন্য ব্যঞ্জন

C তালব্য ব্যঞ্জন

D অষ্ঠ্য ব্যঞ্জন

Solution

Correct Answer: Option B

- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা।
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions