‘ষষ্ঠীচরণ দেবশর্মাঃ’ কোন লেখকের ছদ্মনাম?

A প্রমথ চৌধুরী

B রবীন্দ্রনাথ ঠাকুর

C দ্বিজেন্দ্রলাল রায়

D বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Solution

Correct Answer: Option B

কবি, সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, চিত্রশিল্পী এবং সমাজ-সংস্কারক রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক বহুমুখী প্রতিভা। ১৮৬১ সালের ৭ মে (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে প্রথম এশীয় হিসেবে এই বিরল সম্মান লাভ করেন।

১৮৮৩ সালের ৯ ডিসেম্বর মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে 'নাইট' উপাধি দেয়, কিন্তু ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি প্রত্যাখ্যান করেন। ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) এই মহান ব্যক্তিত্ব জোড়াসাঁকোর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন। এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীনকিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions