স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য “অঙ্গীকার” -এর অবস্থান কোথায়?
A মেহেরপুর
B জয়দেবপুর
C চাঁদপুর
D রংপুর
Solution
Correct Answer: Option C
স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকার এর অবসথান চাঁদপুরে । এর স্থপতি হলে সৈয়দ আব্দুল্লাহ খালেদ । সৈয়দ আব্দুল্লাহ খালেদের বিখ্যাত ভাস্কর্য হল - " অপরাজেয় বাংলা" । যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রাঙ্গণে স্থাপিত এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত প্রথম ভাস্কর্য (১৯৭৯ সাল)