“ম্যাডোনা-৪৩” কি?

A প্রখ্যাত মড়েল

B একটি চিত্রকর্ম

C একটি বিখ্যাত ভাস্কর্য

D অস্কার বিজয়ী ফিল্ম

Solution

Correct Answer: Option B

“ম্যাডোনা-৪৩” শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি উল্লেখযোগ্য চিত্রকর্ম .১৯৪৩ সালের বাংলা -(১৩৫০) বাংলার দুর্ভিক্ষের উপর এই চিত্রকর্মটি অঙ্কন করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন । তার বিখ্যাত অন্যান্য চিত্রকর্ম হল- মনপুরা-৭০ সংগ্রাম , গায়ের বধূ , মইটানা প্রভৃতি । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions