নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আর্ন্তজাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
A APEC
B ADB
C SAARC
D CIRDAP
Solution
Correct Answer: Option D
ঢাকার চামেলি হাউসে CIRDAP এর প্রধান কার্যালয় অবস্থিত । CIRDAP এর পূর্ণরূপ হল- Centre on Integrated Rural Development for Asia and Pacific.অন্যদিকে সারকের সচিবালয় নেপালের কাঠমন্দুতে । ADB এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এবং APEC এর সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত ।