Solution
Correct Answer: Option C
দারফুর সুদানের পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশ ।জনসংখ্যার (৬০ লাখ) প্রায় সবাই মুসলিম । পূর্ববিরোধ না থাকলেও নিজদেশ পারশব্বতী দেশসমূহের বিভিন্ন জাতি গোষ্ঠীর উস্কানিতে দারফুরের সিমিটেক আরব ও কৃষ্ণাঙ্গদের মধ্যে দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে। এতে ৫০ হাজারেরও বেশি লোক প্রাণ হারায় ।