এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
A ২৫ টাকা
B ১২ টাকা
C ১৫ টাকা
D ২২ টাকা
Solution
Correct Answer: Option D
এক ডজন ১২ টা আমের মূল্য ৬০ টাকা
∴ ১ " " " ৬০/১২ "
এক হালি বা ৪ " " " (৬০×৪)/১২ "
= ২০ টাকা
এক হালি আমের বিক্রয়মূল্য = ২০ + ২০ এর ১০/১০০ টাকা
= ১০ + ২ = ২২ টাকা