কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?

A ব্রোমিন

B আয়োডিন

C নাইট্রোজেন

D ক্লোরিন

Solution

Correct Answer: Option D

কলের পানিতে রাসায়নিক বস্তু হিসেবে সাধারণত আর্সেনিক ,বোরন , বেরিয়াম , ম্যাঙ্গানিজ ও আয়রন বিদ্যমান থাকে। আবার ,সাধারণত খনিজ /কলের পানিতে বিভিন্ন ধাতুর লবণ আয়নিত অবস্থায় থাকে ।যেমন - সোডিয়াম ,ক্যালসিয়াম , কোবাল্ট , ক্লোরাইড ইত্যাদি । ক্লোরাইড আয়ন ক্লোরিন থেকে সৃষ্টি । সুতরাং কলের পানিতে ক্লোরিন থাকে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions