UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
A ইনটেল
B বেল ল্যাব
C আই বি এম
D মাইক্রোসফট
Solution
Correct Answer: Option B
বেল ল্যাবরেটরিজ ১৯৬৯ সালে মেইনফ্রেম কম্পিউটারের জন্য UNIX অপারেটিং সিস্টেম তৈরি করে। UNIX হচ্ছে বিভিন্ন পর্যায়ের কম্পিউটারে ব্যবহারযোগ্য অপারেটিং সিস্টেম । মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে মাইক্রো কম্পিউটারে UNIX অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় ।