দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
Solution
Correct Answer: Option B
ধরি,
সংখ্যা দুটি ৫x ও ৬x
∴ ৫x ও ৬x এর গ সা গু x
∴x=৪
∴সংখ্যা দুটি যথাক্রমে ৫x=৫ ×৪=২০ ও ৬x=৬ × ৪=২৪
এখন ,২০ এবং ২৪ এর ল সা গু =১২০
সুতরাং দুটি সংখ্যার ল সা গু =১২০