একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে। ৮ কি.মি. দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে?
A ৫০টি
B ৪৩টি
C ৬৫টি
D ৫১টি
Solution
Correct Answer: Option C
খুঁটির প্রয়োজন হবে = মোট দূরত্ব/ব্যবধান
= (৮×১০০০)/১২৫
= ৬৪ টি
যেহেতু রাস্তার শুরুতে একটি খুঁটির প্রয়োজন তাই খুঁটির সংখ্যা হবে = ৬৪ + ১ = ৬৫ টি