চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
Solution
Correct Answer: Option D
২৫% বৃদ্ধিতে,
চিনির ক্রয়মূল্য = { ১০০ + ১০০ এর ( ২৫/১০০ ) }
= ১২৫ টাকা
শর্তমতে,
চিনির মূল্য ১২৫ টাকা হলে কমাতে হবে ২৫ টাকা
" " ১ " " " " ২৫/১২৫ "
" " ১০০ " " " " (২৫×১০০)/১২৫
= ২০ টাকা
∴ শতকরা কমলো = ২০%