Solution
Correct Answer: Option A
বাংলা সমাসে নঞ তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাসের "অ" নাবোধক হিসেবে ব্যবহৃত হয় ।নঞ তৎপুরুষ অ -ন , নয় ,ব্যবহৃত হয় আর নঞ বহুব্রীহি নেই ,নাই ,নয় ইত্যাদি ব্যবহৃত হবার পর যা /যার ব্যবহৃত হয় ।অনাদর - নঞ তৎপুরুষ সমাস তাই ব্যাসবাক্য হবে ন আদর