বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি?
A শাহ মুহম্মদ সগীর
B ভারত চন্দ্র রায়
C শামসুর রাহমান
D কবি কংক
Solution
Correct Answer: Option A
বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম শাহ মুহম্মদ সগীর । তিনি মধ্যযুগে (আনুমানিক ১৪ এর শেষ থেকে আনুমানিক ১৫) সবচেয়ে প্রাচীন কবি । তিনি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখজান "ইউসুফ-জোলেখা" রচনা করেন ।