Solution
Correct Answer: Option D
একটি মাত্র শব্দে ভাষাকে প্রকাশ করাই হল বাক্য সংকোচন । অন্যভাবে বলা যায় , একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে তাকে বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ বলে । সাধারণভাবে কৃৎ বা তদ্ধিত প্রত্যয় যোগে বা সমাস -নিষ্পন্নের দ্বারা কিংবা ভিন্ন শব্দ প্রয়োগ করে বাক্য সংকোচনের প্রক্রিয়া চলে। যেমন ঃ যা বলা হয়নি = অনুক্ত ।