“কলসটি কানায় কানায় পূর্ণ” কোন কারকে কোন বিভক্তি?

A অপাদানে সপ্তমী

B স্থানাধিকরণে সপ্তমী

C ভাবাধিকরণে সপ্তমী

D কালাধিকরণে সপ্তমী

Solution

Correct Answer: Option C

ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে ।অধিকরণ কারক তিন প্রকার । যথা -কালাধিকরণ , আধারাধিকরণ এবং ভাবাধিকরণ । প্রদত্ত বাক্যে ভাবের অভিব্যক্তি প্রকাশ করায় কলসটি কানায় কানায় পূর্ণ ভাবাধিকরণ কারক । আর কানায় কানায় শব্দটিতে "য়" থাকায় এটি সপ্তমী বিভক্তি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions