ব্রিকস এর মূলমন্ত্র কি?

A সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি

B সন্ত্রাস দমনে একে অপরের সহযোগিতা

C সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি

D সাংস্কৃতিক ক্ষেত্রে সহায়তা প্রদান

Solution

Correct Answer: Option A

BRICS হল ব্রাজিলের (B) ,রাশিয়ার (R) , ভারত (I) .,চীন (C) এবং দক্ষিণ আফ্রিকার (S) আদ্যক্ষর এর সমন্বয়ে নামকরনক্রীত উদীয়মান জাতীয় অর্থনীতির দেশসমূহের একটি জোট । সর্বপ্রথম যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান সেক্স এর অর্থনীতিবিদ জিমু'নিল ২০০১ সালে BRIC ধারণার প্রবর্তন করেন । পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ছাড়া উল্লিখিত রাষ্ট্রের সমন্বয়ে ১৬ মে ২০০৮ আত্মপ্রকাশ করে BRICS .১৪ এপ্রিল ২০১১ দক্ষিণ আফ্রিকা এ জোটে যুক্ত হলে এর নাম হয় BRICS ।এ জোটের মূলমন্ত্র হল সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions