Solution
Correct Answer: Option B
জাপান পূর্ব এশিয়ার দেশ ।এটি একটি দ্বিপ রাষ্ট্র । জাপানের প্রধান চারটি দেশ হল- হক্কাইদু ,হনসু , শিকোকু ও কিউস । জাপানের আয়তন ৩,৭৭,৮৭৩ বর্গকিলোমিটার । আর ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র । এটি ৭,১০৭ টি দ্বীপ নিয়ে গঠিত । মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে অবস্থিত । ইন্দোনেশিয়া দ্বীপ রাষ্ট্র হলেও মালয়েশিয়া , পাকিস্তান , ইরান ,মিয়ানমার ও রাশিয়া দ্বীপরাষ্ট্র নয়।