৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল?

A স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা

B পুনরায় নির্বাচন দাবি

C সামরিক আইন জারি করা

D অনশন ধর্মঘট আহবান

Solution

Correct Answer: Option A

বাঙ্গালি  জাতির মুক্তির বিবেচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের (১৯৭১) ভাষণকে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ গুলুর অন্যতম ভাষণ  বলা হয় ।এ ভাষণকে বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয় । এ ভাষণের মুলবক্তব্য স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা । বঙ্গবন্ধু ১৯ মিনিট স্থায়ী বক্তব্যের শেষের দিকে বলে (এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ) তিনি জাতির উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রদায় ,যুদ্ধের প্রস্তুতি প্রভৃতি বিষয়ে আলোচনা করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions