কম্পিউটারে কোনটি নেই?

A দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা

B নির্ভুল কাজ করার ক্ষমতা

C স্মৃতি

D বুদ্ধি

Solution

Correct Answer: Option D

কম্পিউটার কার্যক্ষম হয় হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ের মাধ্যমে যা কোন ব্যবহারকারীর নির্দেশনা অনুসরণ করে । কম্পিউটারে প্রদত্ত তত্ত্ব উপাত্ত বিচার বিশ্লেষণ করেই কেবল এটি ফলাফল প্রদর্শন করে । যে বিষয়ে কোন তথ্য দেয়া নেই সে বিষয়ে সে কোন ফলাফল প্রদর্শন করতে পারেনা । মানুষের সাথে এখানেই কম্পিউটারের মুল পার্থক্য । অর্থাৎ কম্পিউটারের কোন নিজস্ব বুদ্ধিমত্তা নেই । যদিও কম্পিউটার অতীব কম সময়ে মাঝে অনেক বড় সমস্যার সমাধান দিতে পারে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions