Solution
Correct Answer: Option A
মাইক্রোনেশিয়া অঞ্চলটি প্রশান্ত মহাসগরের পশ্চিমে অবস্থিত । এ অঞ্চলটি ফিলিপাইনের পূর্বে এবং নিউগিনি দ্বীপের উত্তর ও উত্তর পূর্ব দিকে অবস্থিত । এ অঞ্চলে মাইক্রোনেশিয়া ,পালাউ ,মার্শাল দ্বীপপুঞ্জ , কিরিবাতি ও নাউরু এ পাঁচটি স্বাধীন দেশ রয়েছে ।