৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশ কে ৩ : ৭ : ১০ ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত?
A ৯ মিটার : ২১ মিটার : ৩০ মিটার
B ১২ মিটার : ২০ মিটার : ২৮ মিটার
C ৮ মিটার : ২২ মিটার : ৩০ মিটার
D ১০ মিটার : ২০ মিটার : ৩০ মিটার
Solution
Correct Answer: Option A
অনুপাতের যোগফল =৩+৭+১০=২০ মিটার
প্রথম টুকরার দৈর্ঘ্য (৬০ এর ৩/২০) মিটার = ৯ মিটার
দ্বিতীয় " " (৬০ এর ৭/২০) মিটার = ২১ মিটার
তৃতীয় " " (৬০ এর ১০/২০) মিটার = ৩০ মিটার
∴ টুকরাগুলোর সাইজ ৯ মিটারঃ ২১ মিটারঃ৩০ মিটার