টীকাকার মুনিদত্ত চর্যাপদের কোন পদটি ব্যাখা করেননি-
A ৫ নং পদ
B ৬ নং পদ
C ১১ নং পদ
D ২৩ নং পদ
Solution
Correct Answer: Option C
মুনিদত্ত প্রদত্ত চর্যাপদের নাম আশ্চর্য চর্যাপদ। চর্যাপদের সাথে মুনিদত্তের সংস্কৃত টিকা পাওয়া গেছে যার সংকলক ছিলেন কানুভট্ট। মুনিদত্তের টীকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গেছে সাড়ে ৪৬ টি।