একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৩০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
Solution
Correct Answer: Option C
দিন অবশিষ্ট থাকে=৪০-১৩=২৭ দিন
এখন,২৭ দিন খাবার চলে =১৫০০ জন সৈনিকের
অতএব, ১ দিন খাবার চলে =(১৫০০×২৭) জন সৈনিকের
অতএব ৩০ দিন খাবার চলে ={(১৫০০×২৭)/৩০}=১৩৫০ জন
অতএব,(১৫০০-১৩৫০)=১৫০ জন সৈনিক অন্যত্র চলে যাবে।