কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি?

A বাইট

B DPI

C পিক্সেল

D হার্জ

Solution

Correct Answer: Option A

আট বিটের কোড দিয়ে যেকোন বর্ন,অংক, বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। ৮ টি বিট দিয়ে গঠিত শব্দকে Byte বলে।
যেমনঃ১০০০১০১০ হলো ১ টি byte. Byte হলো বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক। কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা Byte এ প্রকাশ করা হয়।

উল্লেখ্য,
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ইট্রাবাইট (YB)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions