Solution
Correct Answer: Option A
⇒ ‘প্লিমসল লাইন’ (Plimsoll Line) হলো জাহাজের গায়ে বা হালে (Hull) অঙ্কিত একটি বিশেষ চিহ্ন বা দাগ।
⇒ এটি নির্দেশ করে যে, মালবোঝাই অবস্থায় জাহাজটি পানির নিচে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত ডুবতে পারবে বা ডোবানো নিরাপদ।
⇒ যদি জাহাজটিকে এই নির্দিষ্ট দাগের চেয়ে বেশি ডুবিয়ে মাল লোড করা হয়, তবে সমুদ্রের ঢেউ বা ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যাওয়ার প্রবল ঝুঁকি থাকে।
⇒ ১৮৭০-এর দশকে ব্রিটিশ রাজনীতিবিদ স্যামুয়েল প্লিমসল নাবিকদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন বলে তাঁর নামানুসারে একে ‘প্লিমসল লাইন’ বলা হয়।