একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ :১ উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option B
ধরি,দৈর্ঘ্য ৩x এবং প্রস্থ x
প্রশ্নমতে, ২(৩x+x)=২০০
বা,৪x =(২০০/২)
বা ৪x =১০০
অতএব x =২৫
অতএব,ক্ষেত্রফল={(৩× ২৫) × ২৫}=(৭৫× ২৫)=১৮৭৫