একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ :১। এতে কতগ্রাম সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
Solution
Correct Answer: Option D
অনুপাতের যোগফল =৩+১=৪
সোনা আছে ={১৬ এর (৩/৪)}=১২ গ্রাম
অতএব,তামা আছে =১৬-১২=৪ গ্রাম
ধরি, x গ্রাম সোনা মেশাতে হবে।
প্রশ্নমতে,{ (১২+x)/৪}=৪/১
বা, ১২+x=১৬
অতএব, x=১৬-১২=৪ গ্রাম