BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম -

A New Development Bank

B Newly Development Bank

C BRICS Development Bank

D Developing Bank

Solution

Correct Answer: Option A

যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস (Goldman Sachs)এর অর্থনীতিবিদ জিম ও নিল ২০০১ সালে ব্রাজিল ,রাশিয়া ,ভারত,এবং,চীনের নামের আদ্যক্ষর সমন্বয়ে BRIC ধারনার প্রবর্তন করেন।BRIC ১৬ মে ২০০৮ সালে আত্নপ্রকাশ করে। ১৪ এপ্রিল ২০১১ সালে দক্ষিন আফ্রিকা ও জোটে যুক্ত হলে এর নাম হয় BRICS.আর BRICS এর বর্তমান সদস্য দেশগুলো হলোঃBrazill,Russia,India,China & South Africa ( BRICS ).এর সদর দপ্তর চীনের সাংহাইয়ে।যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস (Goldman Sachs)এর অর্থনীতিবিদ জিম ও নিল ২০০১ সালে ব্রাজিল ,রাশিয়া ,ভারত,এবং,চীনের নামের আদ্যক্ষর সমন্বয়ে BRIC ধারনার প্রবর্তন করেন।BRIC ১৬ মে ২০০৮ সালে আত্নপ্রকাশ করে। ১৪ এপ্রিল ২০১১ সালে দক্ষিন আফ্রিকা ও জোটে যুক্ত হলে এর নাম হয় BRICS.আর BRICS এর বর্তমান সদস্য দেশগুলো হলোঃBrazill,Russia,India,China & South Africa (BRICS).এর সদর দপ্তর চীনের সাংহাইয়ে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions