Solution
Correct Answer: Option C
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। উপসর্গের নিজের কোনো অর্থ নেই। কিন্তু নতুন নতুন অর্থবোধক তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এখানে, অচিন (চিন-পরিচয়ের অভাব), অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি নঞর্থক/ না/ অভাব অর্থে ব্যবহৃত হয়েছে।
একইভাবেঃ অজানা, অথৈ:- অভাব অর্থে