এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ?
Solution
Correct Answer: Option B
ধরি,লোকটির জুলাই মাসের আয় x টাকা
অতএব,লোকটির বাকি ১১ মাসের আয় x টাকা
অতএব,মোট আয় = x+x=২x টাকা
অতএব,জুলাই মাসের আয় সারা বছরের আয়ের ( x/২x)=(১/২) অংশ