১ জানুয়ারি ১৯৫৮ সালে ( ২৫ মার্চ ১৯৫৭ সালে স্বাক্ষরিত রোম চুক্তির মাধ্যমে ) ইউরোপীয় আত্নপ্রকাশ করে । এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল European Economic Community (EEC).ইউরোপীয় ইউনিয়ন নামকরণ করা হয় ১ নভেম্বর ১৯৯৩ সালে ।এর অফিসিয়াল ভাষা ২৩ টি । এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে।