১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?

A ১৬৭

B ১৬৯

C ১৬৩

D ১৬৫

Solution

Correct Answer: Option B

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ন ।পাকিস্তানের সামরিক শাসক যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের উপর একের পর এক নিপীড়নমূলক আচরণ করে তখনই এদেশের জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে । যার প্রেক্ষিতে ১৯৭০ সালে নির্বাচন অনুষ্ঠিত হয় । উক্ত নির্বাচনে আওয়ামি লীগ বিপুল বিজ্য অর্জন করে । ঐ নির্বাচন জাতীয় ও প্রাদেশীয় পরিষদের আসন বণ্টন হয় ।
পুর্ব পাকিস্তান জাতীয় পরিষদে ( সাধারণ -১৬২, মহিলা- ৭, মোট- ১৬৯)
পুর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ( সাধারণ - ৩০০, মহিলা- ১০, মোট- ৩১০)
পশ্চিম পাকিস্তান  জাতীয় পরিষদে (সাধারন-১৩৮,মহিলা-৬,মোট-১৪৪)
পশ্চিম পাকিস্তান  প্রাদেশিক পরিষদে  ( সাধারন-৩০০, মহিলা-১১,মোট-৩১১)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions