'রবীন্দ্র' এর সন্ধি বিচ্ছদ কোনটি?

A রবি + ইন্দ্র

B রবি + ঈন্দ্র

C রব + ইন্দ্র

D রবী + ইন্দ্র

Solution

Correct Answer: Option A

 ই- কার কিংবা ঈ-কারের পর ই-কার থাকলে উভয়ে  মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ- কার পূর্ববতী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় । যেমনঃ ই+ই=ঈ,    অতি+ইত= অতীত । ই+ঈ=ঈ,।পরি + ঈক্ষা =পরীক্ষা ।
এরুপঃ গিরীন্দ্র , ক্ষিতীশ ,মহীন্দ্র  ,শ্রীশ, অতীব , প্রতীক্ষা , প্রতীত রবীন্দ্র, দিল্লীশ্বর ,সতীন্দ্র ইত্তাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions