As the sun ____ I decided to go out.
Solution
Correct Answer: Option A
অতীতের দুটি সমসাময়িক কাজ When/while বা As(যখন অর্থে ) দ্বারা যুক্ত হলে When/while বা As (যখন অর্থে ) যুক্ত অংশটি Past continuous tense হয় ,অপরটি হয় Past indefinite. উল্লেখ্য, while এরপর subject না এসে সরাসরি verb এলে এর সাথে ing যুক্ত হয়।
বাক্যের অর্থ ঃ যখন সূর্য উদিত হচ্ছিল আমরা তখন বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।