কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?

A ২, ৪, ৫

B ৪, ৫, ৬

C ২, ৪, ৭

D ৩, ৪, ৬

Solution

Correct Answer: Option C

আমরা জানি ,ত্রিভুজের যেকনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে ।সেই হিসেবে
অপশন  a) এর ২+৪> ৫; ত্রিভুজ গঠন সম্ভব  ।
অপশন  b) এর ৪+৫> ৬; ত্রিভুজ গঠন সম্ভব
অপশন  d) এর ৩+৪> ৬; ত্রিভুজ গঠন সম্ভব
কিন্তু অপশন c) এর ২+৪> ৭; তাই এটি দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions