একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ । ত্রিভুজটি হবে -

A সমবাহু

B সূক্ষকোণী

C স্থুলকোণী

D সমকোণী

Solution

Correct Answer: Option D

ত্রিভুজটি কোন ধরনের হবে তা আমরা বাহুগুলোর প্রদত্ত অনুপাত থেকেই বের করতে পারবো ।
আমরা জনি ,ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০⁰ ।
আর দেয়া আছে বাহুগুলোর অনুপাত ১ঃ২ঃ৩।
বাহুগুলোর অনুপাতের যোগফল ১+২+৩+=৬
ত্রিভুজটির  প্রথম কোণের মান=১৮০⁰ এর ১ ÷৬=৩০⁰
              দ্বিতীয় কোণের মান=১৮০⁰ এর ২÷৬=৬০⁰
               তৃতীয় কোণের মান=১৮০⁰ এর ৩÷৬=৯০⁰
যেহেতু ত্রিভুজটির একটি কোণ ৯০⁰ হয়েছে ,তাই এটি সমকোণী ত্রিভুজ হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions