একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরবে?
A ৯০ ডিগ্রী
B ৩৬০ ডিগ্রী
C ৩০০ ডিগ্রী
D ১৮০ ডিগ্রী
Solution
Correct Answer: Option B
গাড়ির চাকাটি বৃত্ত আকৃতির হওয়ায় এটিতে ৩৬০⁰ রয়েছে।
১ বার ঘুরলে অতিক্রম করে ৩৬০⁰
১২ বার ঘুরলে অতিক্রম করে= ৩৬০× ১২= ৪৩২০⁰
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে= ৪৩২০⁰
৫ সেকেন্ডে চাকাটি ঘুরে =(৪৩২০×৫)∕৬০=৩৬০⁰