ধরি ,বেঞ্চ আছে x টি
প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৩ জন দাড়িয়ে থাকে ।
শ্রেণীতে ছাত্র সংখ্যা =৪(x -৩)
কিন্তু প্রতি ব্রেঞ্চে ৩ জন দাড়িয়ে থাকে
শ্রেণীর ছাত্র সংখ্যা =৩x+ ৬
প্রশ্নমতে ৪(x-৩)=৩x +৬
৪x -১২=৩x +৬
৪x-৩x=৬+১২
x =১৮
ছাত্রসংখ্যা ৪(x -৩ ) জন
=৪ (১৮-৩)=৪×১৫=৬০ জন