- Verb এর past participle রুপটি যখন বাক্যে ব্যবহিত হয়ে একই সাথে Verb ও Adjective এর কাজ করে তখন তাকে past participle বলে ।
- এখানে প্রথমে I have a boat এবং পরের বাক্যটিতে বলা হয়েছে The boat is made of wood . এই দুই বাক্য দুটিতে এক করে লেখা যায়ঃ I have a boat made of wood. এখানে Made হলো Past participle. এটি একই সাথে verb এবং Adjective এর মত কাজ করেছে ।
বাক্যের অর্থঃ আমার কাঠের তৈরি একটি নৌকা আছে।