Solution
Correct Answer: Option B
- 'ষোড়শ' এর সন্ধি বিচ্ছেদ - B) ষট্ + দশ
- এটি ব্যঞ্জন সন্ধির একটি বিশেষ নিয়মের উদাহরণ।
- নিয়মটি হলো: ষট্ শব্দের পরে দশ শব্দ যুক্ত হলে, পূর্ববর্তী পদের ‘ট্’ এবং পরবর্তী পদের ‘দ’ উভয় মিলে ‘ড়’ ধ্বনিতে পরিণত হয় এবং পূর্ববর্তী পদের ‘অ’ ধ্বনি ‘ও’-তে পরিবর্তিত হয়।
- ষট্ + দশ = ষোড়শ
- এই নিয়মটি শুধুমাত্র এই নির্দিষ্ট শব্দটির ক্ষেত্রেই প্রযোজ্য, তাই এটিকে একটি বিশেষ নিয়ম হিসেবে গণ্য করা হয়।