৪০ ডিগ্রী কোণের পূরক কোণ কোনটি?
A ৩২০ ডিগ্রী
B ৫০ ডিগ্রী
C ১২০ ডিগ্রী
D ১৪০ ডিগ্রী
Solution
Correct Answer: Option B
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ৯০⁰ হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ (complementary angle) বলে । কাজেই একটি কোণ ৪০⁰ হলে অপরটি হবে =৯০⁰ -৪০⁰ =৫০⁰